Post Page After Menubar Ad

রাজশাহির আম কি আপনে কখনও খেয়েছেন

 

আম গাছের বর্ণনা

সাধারনত আম গাছ ৩৮--৪২ মিঃ (১২০--১৩৫) ফিট লম্বা এবং ১০/১২ মিটার ৩৫ ফিট ব্যাসার্ধের হয়ে থাকে । আম গাছ অনেক বছর বেছে থাকে । অনেক প্রজাতির গাছ আছে সে সব গাছ ২০০/৩০০ বছর পর্যন্ত ফল দিয়ে থাকে । আম গাছের শিকর প্রায় ২০ ফিট মাটির গভীর পর্যন্ত নিচে যায় । আম গাছের পাতা সাধারনত সবুজ প্রকৃতির হয় এবং এর পাতা ১৫-- ৩৫ সেঃ মিটার পর্যন্ত হয় ।যে সব আম গাছ  বড় তা সাধারনত অনেক ঝাঁপরা হয় , আম গাছের বাকল খস খসে ও কালচে রং হয় । 

কাঁচা আমের উপকারিতা

কাঁচা আম খেলে ওজন কমে , আপনে যদি ওজন কমাতে চান তাহলে কাঁচা আম খেয়ে দেখতে পারেন । কাঁচা আমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে , ঘামাচি দুরকরে এবং চুল ভাল রাখে । সারা বছর পাকা আমের জন্য অপেক্ষা করলেও কিন্তু কাঁচা আমের স্বাদ নিতে ভুলিনা । কাঁচা আম দিয়ে আমের চাটনি , ভর্তা , আচার অনেক রকমের সুস্বাদু জিনিস বানিয়ে আমরা খেতে পারি । কাঁচা আমে ভিটামিন , ম্যাগনেসিয়াম , পটাসিয়াম , ক্যালরি ইত্যাদি থাকে যা আমাদের শরীরের অনেক উপকারী । কাঁচা আমে বদ হজমের উপকার হয় । 


পাকা আমের উপকারিতা

পাকা আমে আছে  ফাইবার ও ভিটামিন সি যা আমাদের রক্তে কোল স্তরেল মাত্রা কমাতে সাহায্য করে । তাই আমের সময় নিয়মিত আম খান আবার পাকা আমে হজম শক্তি বাড়ে । কাঁচা হোক আর পাকা হোক আম একটি সুস্বাদু খাবার । পাকা আমে খনিজ লবন ,মিনারেল , আঁশ থাকে যা আপনার চোখের জন্য খুব উপকারী । পাকা আম ফ্রিজে  সংরক্ষণ করতে পারেন যা আপনে সারা বছর খেতে পারেন । আমের সিজনে খাদ্য তালিকাই পাকা আম রাখতে পারেন । 


পাকা আম বেশি খেলে কি হয়

পাকা আম বেশী খেলে অনেক সময় দিনের বেলাতে ঘুমের ভাব আসতে পারে । মৌসুমি ফল আম এর প্রতি সবার একটু দুর্বলতা বেশী থাকে  । পাকা আম বেশী খেলে পেটে গ্যাস হতে পারে , চিকিৎসকের মতে পাকা আম খাওয়া ভালো তবে বেশী পরিমানে নয় । পাকা আমে অ্যালার্জি  মাত্রা বাড়িয়ে দেয় , হাপানি বাড়িয়ে দেয় , চুলকানির মাত্রা বেশী হতে পারে । তাই সাবধান থাকবেন অতিমাত্রায় পাকা আম খাবেন না , পরিমান মত পাকা আম খান । 

পাকা আমের অপকারিতা
পাকা আম কি আসলেই শরীরের জন্য খারাপ পুষ্টিগুণে ভরা এই ফল টিতে আছে ভিটামিন , খনিজে ভরপুর । পাকা আম বেশী খেলে অ্যালার্জি হতে পারে , রক্তে সুগার বেড়ে যেতে পারে , ওজন বৃদ্ধি পেতে পারে । রক্তে সুগার বেড়ে গেলে ডায়াবেটিস রুগীদের সমস্যা হতে পারে । পাকা আম বেশী খেলে চিনির মতই কাজ করে যা ডায়াবেটিস রুগীর জীবন ঝুকির মধ্যে পরতে পারে । পাকা আম বেশী খেলে ওজন বৃদ্ধি পেতে পারে , যারা ওজন কমাতে চান তারা সতর্কতার সাতে পাকা আম খাবেন । 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url