গরুর মাংস খাওয়ার অপকারিতা ও উপকারিতা
গরুর মাংসের অপকারিতা
আমরা মাছে ভাতে বাঙালি তাই বলে গরুর মাংস খাবনা তা কি করে হয় । আপনে যদি অতিরিক্ত গরুর মাংস প্রতিদিন খান তাহলে আপনার কোষ্ঠ কাথিনের ঝুকি বাড়াই । কোষ্ঠ কাঠিনের থেকে বড় ধরনের অসুক হতে পারে । অতিরিক্ত মাংস খেলে আপনার স্বাস্থ্য ঝুকির মধ্যে পরতে পারে । গরুর মাংস বেশী খেলে প্রেসার বেরে যেতে পারে এর জন্য হৃদরোগ ও স্ট্রোক হতে পারে । তাই আমন ভাবে গরুর মাংস খাবনা যাতে আমাদের স্বাস্থ্য ঝুকির মধ্যে পরে ।
গরুর চর্বি খাওয়ার অপকারিতা
গরুর চর্বি খেলে আমাদের রক্তে কলেস্টরেল মাত্রা বেড়ে যায় । এ জন্য আমাদের ধমনিতে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যেতে পারে এবং হৃদরোগ ও স্টকের ঝুকি বেড়ে যেতে পারে । চর্বি হল আমাদের হৃদরোগ এর অন্যতম কারন । গবেষণা করে দেখা গেছে যে আমরা যদি স্বাভাবিক এর তুলনাই অতিরিক্ত চর্বি গ্রহন করি তাহা হলে আমাদের হৃদরোগের ঝুকি বেশী থাকে ।
গরুর মাংস খেলে কি ক্ষতি হয়
পুষ্টি বিদরা জানিয়েছে অতিরিক্ত গরুর মাংস খেলে স্বাস্থ্য বিরাত ক্ষতি হতে পারে । রক্তচাপ বাড়ার কারন শরীরে আতিরিক্ত সোডিয়াম বাড়া , এই সোডিয়াম বাড়ার প্রধান কারন গরুর মাংস । ভোজন রসিকদের খাদ্য তালিকাই প্রথমে থাকে গরুর মাংস । গরুর মাংসে এক ধরনের টক্সিন থাকে যা মানব দেহের খতির কারন হতে পারে । গরুর মাংস রান্না করতে তেল বেশী লাগে তাই দেহের ওজন বেড়ে যেতে পারে যা অস্বাভাবিক কিছু নয় । অতিরিক্ত ধুদের জন্য অনেক গাভিকে এন্টিবায়োটিক ইনজেকশন দেয়া হয় , মাংসের মাধ্যমে এই এন্টিবায়োটিক আমাদের শরীরে প্রবেশ করে যা অনেক সময় আমাদের ক্ষতির কারন হয়ে দাড়াই ।
গরুর মাংসের উপ্কারিতা
ভিটামিন বি- ১২ , বি- ৬ , বি- ৩ ইত্যাদি জোগান দেয় গরুর মাংস থেকে । এছাড়া কলিজা , মগজ ও হার থেকেও প্রোটিন মেলে । এই প্রোটিন থেকে পাওয়া যায় অ্যামাইনো অ্যাসিড যা মাংসপেশি ও হাড়কে ভাল রাক্তে সাহায্য করে । গরুর মাংসে জিংক পাওয়া যায় যা আমাদের শরীরের জিংক এর অভাব পুরন করে । গরুর মাংসে খনিজ লবনও থাকে যা আমাদের অসুখ বিসুখ সারতে সাহায্য করে । গরুর মাংস শরীরের মিনারেলের ঘাটতি পুরনের অন্যতম উৎস । আমরা এটি থেকে অনেক পরিমানে মিনারেল পেয়ে থাকি ।
গরুর মাংসের পুষ্টি
আমাদের শারীরিক সুস্থতার জন্য আমিষের কথা কে না জানে , এই আমিষ আমরা পেয়ে থাকি গরুর মাংস থেকে । এই মাংস আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় । এটিতে প্রচুর আয়রন আছে যা আমাদের রক্তস্বল্পতা দূর করে । অনেক ভিটামিনের বড় উৎস এই গরুর মাংস । বাড়তি শিশু ও কিশোর কিশোরী শক্তিশালী ভাবে গড়ে তুলতে এই মাংসের প্রয়োজনীয়তা অপরিশিম । অনেক গরুর মাংসে চর্বি থাকে বেশী এই চর্বি অনেকাংশে মাংসের স্বাদ বাড়িয়ে দেয় ।
গরুর মাংস খেলে কি হয়
গরুর মাংসে প্রচুর পরিমানে পুষ্টি উপাদান আছে । এই মাংসে এমন কিছু পুষ্টি উপাদান আছে যাহা অন্য কোন খাবারের মধ্যে নাই । এই পুষ্টি উপাদান শরীরের চাহিদা পুরন করে । পুষ্টি উপাদানের মধ্যে একটি হল জিংক । অনেক কিশোর কিশোরীরা এই জিংক এর অভাবে ভুগতে থাকে । জিংক এর চাহিদা পুরনের জন্য গরুর মাংসের বিকল্প নেই ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url