Post Page After Menubar Ad

গোসলের সময় কানে পানি গেলে করনীয় কি জেনে রাখুন



গোসলের সময় যদি আপনার কানে পানি যায় কি করবেন, যদি জানতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। যদি আপনার কানে গোসলের সময় পানি যায় আপনি কি করবেন এ সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা এ আর্টিকেলটি মনোযোগ সহকারে করলে এ সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন।
গোসল করার সময় অনেকেরেই অসাবধানতাবশত কানের মধ্যে পানি ঢুকে যায়। ছোট বড় সবাই এই সমস্যায় পড়তে পারেন। কানের মধ্যে পানি ঢুকলে ভোঁ ভোঁ  শব্দ হয়, আবার কখনো কখনো অসহ্য তীব্র যন্ত্রণা অনুভব হয়। তবে আপনার কিছু নিয়ম জানা থাকলে খুব সহজেই কানের ভিতর জমে থাকা পানি বের করতে পারবেন। যেমন -

গোসলের সময় কানে পানি গেলে বের করার উপায়


* আপনার যেখানে পানি ঢুকেছে সেদিকে মাথা একটু কাত করে রাখুন। হাতের তালু অন্য কানের উপরে আস্তে আস্তে রেখে চাপ দিতে থাকুন। এবার আপনার হাতটা সরিয়ে নিন। এরপর দেখতেন কানের ভিতরে থাকা পানি অনেকটা বের হয়ে আসবে। এভাবে আপনি কয়েকবার করতে থাকুন দেখবেন কাল থেকে পানি বের হয়ে যাবে ‌

* কানের পানি বের করার আর একটা উপায় হল সুইংগাম চাবানো। একটা চুইংগাম নিয়ে থাকুন এতে আপনার দাঁত মারিও কানের পাশের এসিগুলো নড়াচড়ার কারণে গানের পানি অনেকটা বের হয়ে আসবে।

* কান থেকে পানি বের করার আরো একটা উপায় হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে বের করা। আপনি একটা লম্বা শ্বাস নি এরপর দুই আঙ্গুল দিয়ে নাকের ফুটো বন্ধ করে রাখুন। এবার বন্ধ নাক দিয়েই নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করুন। এভাবে করতে থাকলে এমনিতেই কানের পানি বের হয়ে আসবে।

* অনেক সময় হেয়ার ড্রায়ার ব্যবহার করেও আপনি কান থেকে পানি বের করতে পারবেন ‌ গানের কাছে একটু গরম হাওয়া দিলেও যাতে আপনি একটু স্বস্তি পাবেন ‌

* আপনার যেখানে পানি ঢুকেছে সেই কানে যদি আরেকটু পানি দে তাহলে আগের পানির সাথে বের হয়ে যাবে। তবে এই কাজটা একটু বিপদজনক হওয়ার জন্য এটা না করাই ভালো।

* কানের পানি বের করার জন্য কানের ভিতর তুলো দিয়ে আস্তে আস্তে ঘষতে পারে। তুলোর মাধ্যমে গানের মধ্যে জমে থাকা পানি অনেকটা বের করে নিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে আপনার কান যদি বন্ধ হয়ে থাকে পানির জন্য তোলা মাধ্যমে পানি বের করার পর আবার কান খুলে যাবে।

এরপরেও যদি কান থেকে পানি বের করা না যায় তাহলে অবশ্যই কোন বিশেষজ্ঞ চিকিৎসকের সাহায্য নিতে হবে ‌

শেষ কথা

প্রিয় পাঠক, আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদেরকে ঘরোয়া পদ্ধতি তে কিভাবে গোসলের সময় কানে যদি পানি যায় সেটা বের করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আপনারা এই আর্টিকেলটি পরে উপকৃত হয়েছে। এই আর্টিকেলটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও এ সম্পর্কে জানতে পারে।

আরো নতুন নতুন আর্টিকেল পেতে আমার এই ওয়েবসাইটটি আপনারা নিয়মিত ভিজিট করবেন ‌‌ যদি আপনাদের কোন কিছু জানার থাকে বা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url